।। বাক্‌ ১১৬ ।। শানু চৌধুরী





শানু চৌধুরীর চারটি কবিতা


পর্ণশ্রী

হোর্ডিং
-এর দিকে শহর
খুলে রাখছে তোহাদ্দেশের পর্ণশ্রী

বক্রতার দিকে যে ঈর্ষা
তার রং শুধু  শিলালিপির
ইন্তেহার শেষপাঠে
বিচূর্ণ করছে যে ময়ূরের গোধূলি

তার বর্মে ভেসে যাচ্ছে
কালপ্রবাহের পেন্ডুলাম




আঞ্জুমান

জাদু-মুহূর্তের কাছে জন্মাচ্ছে
নৌকোর অসহায় নাসিরি

Pagan বলে ধুয়ে যাওয়া
তামাকের শ্রমিক
নিথর করেছে সমস্ত জলবিন্যাস

স্তব্ধতাও গান হয়!”
ভুলে যায় ছাতিমের নেশার আঞ্জুমান

জানালা ভাঙে
সাঁকোর চুমুক থেকে বেরিয়ে যায়
অস্পষ্ট কাঠের শীতকাল



টিকিট

ছেঁড়া টিকিট

তাকাচ্ছে না তোমার দিকে
সোনালীবিতান খুলে পড়ে আছে চাবুকের নির্বিকার

টিউলিপ ফলছেএকার ফুৎকারে

এই ঘরবাড়ি সব মাংসের
নিষেধ করছে নাবিকের স্বরথলির মুদ্রা



টাওয়ার

বটগাছের পাতায় ভেসে যাচ্ছে
পায়রার এনক্লেভ

এক টাওয়ার ভর্তি চিন্তাধারা
পুষে রাখছে  আলোর
নোংরা কলার

ঋতুর গলন!
সরছে না ললাটের পশমে

পশমিনা ধায়ো!
বালিশের স্পন্দন মেপে দেখি
আবহাওয়ার ওই মোরগ
আমাকে বোঝেনি



6 comments:

  1. টিউলিপ ফলছে।একার ফুৎকারে।
    বেশ লাগলো

    ReplyDelete
  2. ।।বাক্ এবার নতুন চমক আনলো।। তার সঙ্গে তোমার কবিতাও দারুণ।।

    ReplyDelete
  3. টাওয়ার এ কথা শোনা যাচ্ছে।ভাল লেগেছে... প্রথম কবিতায় থেকে শেষ কবিতায়, শব্দের ব্যবহার, কিছু কিছু জায়গায় অদ্ভুত কল্পনার ছবি সামনে রাখে।

    ReplyDelete
  4. ভালো লাগলো

    ReplyDelete
  5. ভালো লাগলো

    ReplyDelete