বেবী সাউয়ের একগুচ্ছ কবিতা
ভিক্ষু
মেশাও
শ্রদ্ধাবোধ
দু'চারটে ভ্রমণ উপাখ্যান
কোন্ দিক ভেদ
করে নামবেন
সুজাতা
হাতে পেতে ধরা নাভি-ছেঁড়া ধান
একা
ঝিমিয়ে পড়া দুপুর
একটা সময় পর্যন্ত
চুপ হয়ে চাপে থাকছে
অথচ
বিকেল নামার আগেই
ঢুকে পড়তে চাইছে
এগরোলের দোকানে
লোকগান
যেভাবে পোড়াও তুমি
গ্রাম্যদেবী যেন
কাঠ খড় ভেঙে
নেমে আসবে জলের সন্ধানে
আন্দোলন
অথচ
ঝাঁপ দিতে চাওয়াটাও যে
একটা স্রোতের অনুসরণ
বোঝাতে
কতগুলো পিরিয়ড নষ্ট হল
প্রান্তর
কোন বাড়ি ঘর নেই
ঝগড়াঝাটি ছাড়াও
দুজন তারা
অনেক কথা আলোচিত
হয়ে পড়ছে
ডিনার
বিলম্বিত লয়ে
মৌরীর খোঁজ করছ
ঝিমিয়ে থাকা কাঁটা চামচ
তাতেই ক্ষেপে উঠছে
ঝনঝন করে
বোঝাতে চাইছে
প্রস্তুতির প্রাকপর্ব
পাখি
কিংবা
ঘরকে কিভাবে আকাশ
বানাতে হয়
বিধুর বাঁশি হে
বোঝাও
প্রেম
বানভাসি হবে না
ভেবে
কথাগুলো ইচ্ছেমত
হেঁটে চলে বেড়াচ্ছে
অসামান্য বেবী! তোর এই ছোট ছোট লেখাগুলো এক অন্য অনুভূতির প্রদেশে নিয়ে যায়
ReplyDeleteদিভাই! তুমি পড়েছ! আর আমি কবিতা বেরিয়ে গেছে জানতেই পারিনি।
Deleteদিভাই! তুমি পড়েছ! আর আমি কবিতা বেরিয়ে গেছে জানতেই পারিনি।
Deleteকবিতা ছোট ছোট ভাবাচ্ছে অনেকটা
ReplyDeleteঅনেক ভালোলাগা
Deleteঅনেক ভালোলাগা
Deleteখুব ভালো লাগলো রে বেবী। কবিতা এরকম নির্মেদ ও বহুমাত্রিক হবে, এটাই বারীনদা চিরকাল চেয়েছেন।
ReplyDeleteনীতা বিশ্বাস।
দারুণ লিখেছ বেবী। ছোট্ট ছোট্ট অনুভূতি আর বিন্যাস বেশ ভালো লাগল।
ReplyDelete