।। বাক্‌ ১১৬ ।। দূর্বাদল মজুমদার




 
দুটি কবিতা :  দূর্বাদল মজুমদার



অ্যামবুশপদ্ধতি 

দূর থেকে কেউ ভেসে আসে
সুরবোনা ঢেউ ঠেলে দিল
আভাতি নিক্কণে

নাখোশ কথার আঁচলশিল্প

বুনে তোল
 
টলটল নিটোলের
যে আয়না
তার ভাঙা কাচ আর ছোঁয়ায়
রক্তের অতিধীর ভয়।
কে কাকে কুড়োয় আলে-আলপনায়

জঙ্গিশব্দেরা হামেশা ট্রেকিং করছে
ট্রেনিং
  নিচ্ছে
মন-স্নাইপার ক্রল করে
ঘাপটি মারে অনূর্জ্জ স্নায়ুর ভেতরে
যে যুদ্ধ,তার অ্যামবুশপদ্ধতি
বইতে পারি না।

মানুষ কবিতা হয়ে থাকে
তার নিরবথাবায় বসে আছে
অনাকাঙ্ক্ষী বেড়াল।
 




হ্যালোজেন ২

যেভাবে বিপজ্জনক ভাবি
আলতো হৃদিম ঝুলে থাকে
মনছেঁড়া ডালে
সুদীর্ঘ জনপদে পড়ে থাকে ব্যবহৃত আলো

সাধন চলে যায়,
 মননও
এই হাইওয়ে লিখে রাখে গেরস্থালীর টুকিটাকি কলনবিবাদ

বাইক ছুটছে,তুমি রয়েছ স্থির
প্রপথ ছুটছে
বৃষ্টিমাড়ানো টায়ারের সাথে অ্যাসফল্টের তর্ক
জমে ওঠার আগেই টেঁসে যাচ্ছে।

শরীরে চাপানো বর্ষাঋণ
গহীনে ছুপানো মনচল্

এইসব অদীনস্বত্বের সুপারইনোভায়
ঢেউ তুলে পার হই "জয়তু-ভবতু"র নাজনীন নদী?

তবে এই দ্রাবিড় আঙরা
ছড়ানো রাখুক টুকু হাইওয়ে।




No comments:

Post a Comment