।। বাক্‌ ।। বিশ্বরূপ দে সরকার ।।




রাত্রির বুবুন

একদিন মহিষের দুঃষ্প্রাপ্য চোখ রেখে দেখেছিলাম
নভেম্বর
উত্তর ইশারাগুলো হচ্ছে
মলিন লেগে যাওয়া অধমই এখন তত্ত্ব
পতঙ্গবালা, নিখিল ছাপ শাড়ি
রাত্রির বুবুন পাওয়া মহিমা          অন্ধ মাঠ
এসবই কল্যাণকর

পথ হারিয়েছি ......... হেরে গেছি বিসর্গ অবধি
তবু তুমি আছো সাম্য প্রকৃতির সামান্য ক্রিয়াটি......


কবিতা লেখার জন্য ভীষণ জরুরী 








3 comments:

  1. আমার পাড়াতুতো ডাক নাম বুবুন।

    আলতামিরার গুহা চিত্রটি এই কবিতার পরিপূরক।

    ReplyDelete
  2. "... হেরে
    গেছি বিসর্গ অবধি
    তবু তুমি আছো সাম্য
    প্রকৃতির সামান্য ক্রিয়াটি..."

    ReplyDelete