জল
অজস্র
ধোঁয়ার সঙ্গে মৃত্যুর গন্ধ আসছে
আগুন
বলে না কিছু, আগুন শুধুই হাসছে
আমরা
হতাশ যদিও
শুভকে
বলে যাচ্ছি : হে পুত্র,
আমাদের
মুখে জল দিয়ো…
আরোগ্য
দুয়ার
খোলার শব্দ হলে
ভাবি,
আরোগ্য আসে
বাড়িটি
নিশ্চল হাসপাতাল
নার্সরা
যৌবনকাল — ছুঁচ সেলাইন রেখে গেছে
আমি
স্মৃতি হাত্ড়ে হাত্ড়ে
অবশিষ্ট
কিছু স্পর্শ পাই
শোবার
ঘরের জানালায়
বহুদিন
ঝুলে আছে মৃত চাঁদ আর অন্ধকার
ভালো লাগল।
ReplyDeleteসরল কথা আপনার, খুব ভাল লাগে , সেই বিষাদপূর্ণতা..
ReplyDelete