।। বাক্‌ ১১৬ ।। সুকৃতি





সুকৃতির দুটি কবিতা 


যমুনা 

যমুনাও নড়ে ওঠে ।
মধ্যরাত। চাঁদ নেমে আসতে চাইছে ।

জানলার পাশে ফুলগাছ।
পরিরা উড়ছে ফুলে ফুলে ।

ফুলেফেঁপে উঠছে চাহিদা ।
যৌনতার বেলুনও ফুলছে।

সমস্ত বেলুনই শেষ অবধি ফাটতে চায়
শিশিরজনিত ভাবাবেগে।

ধোঁয়ার প্রবাহ শেষে সেতুটি নড়ে না ।
যমুনা তবুও নড়ে ভিজতে ভিজতে ।


ধারণা 

তালাটি খুলতে গিয়ে অন্ধকারে চাবি
যদি ভুল করে দ্যায় ঘাই তলদেশে
তবে তো পেছন মারা যাবে সময়ের,
তাড়াহুড়ো শুরু হয়ে যাবে, একাকার 

আলো নেই, অন্ধকারে আঙুলই ভরসা,
আঙুলই চোখের কাজ করে এসময়,
কোথায় ফুটোটি খুঁজে চাবির সহায়
হয়ে ওঠে অন্ধকারে; তালাটি খুলতে 
পারলে দরজা খুলে যাবে এমনিতে, 
সামান্য ধাক্কায়; ঘরে ঢুকে হাতড়াবো

কোথায় লাইট? মোমবাতি কই? আর
ঘষতে ঘষতে কাঠি ফচ করে জ্বলে
উঠলে আগুন, দেখি হাতে ও আঙুলে 
মেখে আছে তালাময় চাবির ধারণা ।




No comments:

Post a Comment